• শনিবার, ১৮ মে ২০২৪, ১১:০২ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব

আবৃত্তি শিল্পীরা বৃন্দ আবৃত্তি করছেন। (ইনসেটে) প্রধান অতিথি অ্যাড. জিল্লুর রহমান বক্তব্য রাখছেন -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু
জাতীয় আবৃত্তি উৎসব

# নিজস্ব প্রতিবেদক :-

দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব। আজ ২৭ জানুয়ারি বৃহস্পতিবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের ৬৪ জেলার আবৃত্তি উৎসব উদ্বোধন করেছেন। ‘জন্মের সুবর্ণে জাগো সম্প্রীতিতে স্বরে, মুক্তির ডাক দেয় পিতা আজও ঘরে ঘরে’ শ্লোগান নিয়ে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এই আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে আজ সন্ধ্যায় কিশোরগঞ্জে জেলা শিল্পকলা মিলনায়তনে চন্দ্রাবতী আবৃত্তি পরিষদ স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক দর্শক-শ্রোতা নিয়ে আলোচনা সভা ও আবৃত্তির আয়োজন করে। সংগঠনের সভাপতি বিশিষ্ট আবৃত্তি শিল্পী ম. ম জুয়েলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাসিরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান ও বিশেষ অতিথি জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল সমাজ সচেতনতা তৈরি ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আবৃত্তির ভূমিকা নিয়ে আলোচনা করেন। এরপর চন্দ্রাবতী আবৃত্তি পরিষদের সদস্যরা ‘স্বদেশের বুকে পিতার মুখ’ নামে একটি বৃন্দ আবৃত্তি করেন। এরপর আবৃত্তি শিল্পীগণ একে একে একক আবৃত্তি পরিবেশন করেন। তাদের আবৃত্তি দর্শক শ্রোতাদের মুগ্ধ করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *